প্লেয়ারদের বকেয়া, ম্যাচ ফিক্সিং নিয়ে কথা, ইয়াশার অভিযোগ- এবারের বিপিএল যত কারণে কলঙ্কিত

 


প্লেয়ারদের বকেয়া, ম্যাচ ফিক্সিং নিয়ে কথা, ইয়াশার অভিযোগ- এবারের বিপিএল যত কারণে কলঙ্কিত।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর শেষ হলো, চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের শীর্ষ এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করেছে তামিম ইকবালের দল।


শুরুতে ব্যাট করে ১৯৩ রান তোলে চিটাগং কিংস, জবাবে ৩ বল এবং ৩ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে বরিশাল।


বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসাইনের ৬ বলে ১৮ রানের ইনিংসটি বরিশাল জয়ে বড় ভূমিকা রাখে। তামিম ইকবাল ২৯ বলে ৫৪ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন।


কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম ইকবালকে ম্যাচ শেষে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


সবকিছু মিলিয়ে বিপিএলের শেষটা ছিল গোছানো, পরিপাটি, ক্রিকেটীয় লড়াই ছিল। কিন্তু গোটা টুর্নামেন্টে উঠেছে নানা বিতর্ক- ক্রিকেটারদের পেমেন্ট না দেয়া থেকে শুরু করে হোটেল রুমে এক দলের মালিককে আবদ্ধ রাখা এমনকি ম্যাচ ফিক্সিং এর আলাপও এসেছে এবারের বিপিএলে।ক্রিকেট অঙ্গনে কথা হচ্ছে, একজন ক্রিকেটারের এজেন্ট ইএসপিএন ক্রিকইনফোতে এক সাক্ষাৎকারে দাবি তুলেছেন, "আইসিসির উচিৎ এসব বিষয় দেখভাল করা, অনেক দল বড় বড় নাম সই করায়, বিমানে ওঠার আগে কিছু অর্থ দেয়া হয়, এরপর আর এক টাকাও দেয়া হয় না।"


শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের ১০ তারিখের মধ্যে ক্রিকেটারদের সব অর্থ পরিশোধ করা হবে।মি. সামি বলেন, "সবচেয়ে বড় ব্যাপার হলো সোশ্যাল মিডিয়ায় আপনি দেখবেন নানা কটু কথা, বিনোদন প্রিমিয়ার লিগ এই সেই, কিন্তু মাঠে মানুষ ক্রিকেট উপভোগ করেছে, এবার ভিউয়ার শিপ ছিল ভালো।"


রান অনেক এসেছে এটার পেছনে মাঠ ছোট হওয়ার কথা বলছিলেন অনেকে, তামিম ইকবালও বলেছেন মাঠ অনেক ছোট ছিল।


এ বিষয়ে আবিদ হুসাইন সামি বলেন, "সিলেটে স্ট্রেইটের মাপ ছিল ৬৫ মিটার। নিয়ম হচ্ছে ৫৯-৮২, এটা ৫০-৫৩ মিটারও হতে পারে। ভারতে অনেক স্টেডিয়াম আছে যেমন ব্যাঙ্গালোরের চিনাস্বামী স্টেডিয়ামের বাউন্ডারি এর চেয়েও ছোট।"


তবে বাউন্ডারি ছোট হলেও ছক্কা বড় হয়েছে, ৭৫-৮০ মিটারের মতো ছক্কা অহরহ দেখা গেছে, আফিফ হোসেনের একটা ছক্কা ১০০ মিটার পার হয়ে গেছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post