Top News

ওসমানী বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণের চালান জব্দ

ওসমানী বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণের চালান জব্দ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত বাংলাদেশ বিমানের এক ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণের চালান জব্দ করা হয়েছে।


বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে ওসমানী বিমানবন্দরের কাস্টমস মেশিন পার হওয়ার পর দুইজন যাত্রীর কাছ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা ও শুল্ক গোয়েন্দাদের যৌথ অভিযানে এই চালান জব্দ করা হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, আরব আমিরাতের শারজাহ থেকে বাংলাদেশে আসা বিমানের বিজি-২৫২ ফ্লাইট থেকে দুইজন যুবক বিভিন্ন ধরনের ফ্যান, লাইট ও লকডোরের মাধ্যমে এই বিপুল পরিমাণ স্বর্ণ শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। পরবর্তী সময়ে এনএসআই ও শুল্ক গোয়েন্দাদের অভিযানে এই মালামাল জব্দ করা হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, আজ সকাল ৮ টা ২৬ মিনিটে আরব আমিরাত থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৫২ ফ্লাইটটি অবতরণ করে ওসমানী বিমানবন্দরে। এরপর দুই যাত্রীদের কাছ থেকে বিপুল শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা বিপুল পরিমাণ স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। পরিমাণ আমরা এখন বলতে পারব না। এখনও স্বর্ণগুলো পরীক্ষা ও ওজন করা বাকি আছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post