চুক্তি ভঙ্গের অভিযোগে ইয়াশা সাগরকে চিটাগাংয়ের আইনি নোটিশ
এবারের বিপিএলে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব ইয়াশা সাগর। মাঠে তারকার অভাব এই কানাডিয়ান মডেলকন্যার গ্ল্যামারে অনেকটাই ঢাকা পড়েছিল। চিটাগাং কিংসের এই কানাডিয়ান হোস্টকে ঘিরে দর্শক-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। তবে আসরের শেষাংশে এসে পর্দার অন্তরালে চলে যান ইয়াশা সাগর। যা নিয়ে নানান গুঞ্জন চলছিল। দানা বাঁধছিল রহস্য। অবশেষে পর্দা উন্মোচিত হচ্ছে ইয়াশা সাগরের অন্তরালে চলে যাওয়ার রহস্য।দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে চিটাগাং কিংস। নামীদামী বিদেশিদের পেছনে না ঘুরে দেশি খেলোয়াড়দের ওপর ভরসা করেই এবারে বিপিএলের ফাইনালে জায়গা করে নেয়ায় বন্দর নগরীর দলটির খেলোয়াড়-সমর্থক সবাই বেজায় খুশি। তবে কোথাও যেন একটু খামতি থাকছেই।
আসরের শুরু থেকে ব্যাট-বলের লড়াইয়ের বাইরে চিটাগাং কিংসকে নিয়ে উন্মাদনার কেন্দ্রে ছিলেন তাদের হোস্ট ইয়াশা সাগর। কিন্তু হঠাৎ করে দৃশ্যপট থেকে হারিয়ে গেছেন তিনি। ফাইনালে জায়গা করে নেয়ার পরও খেলোয়াড় ও সমর্থকদের সঙ্গে জয় উদযাপনে নেই তিনি। স্বভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোথায় হারালেন ইয়াশা?
চিটাগাং কিংসের সূত্র জানিয়েছে, গত ২ ফেব্রুয়ারি ইয়াশাকে এই আইনি নোটিশ পাঠানো হয়। তাকে ২ দিনের মধ্যে মালিকপক্ষের সঙ্গে সমস্যার সমাধান করতে নির্দেশ দেয়া হয়। অন্যথায় চিটাগাং কিংস তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে বলে জানানো হয়।
চিটাগাং কিংসের সূত্র আরও জানায়, আইনি নোটিশ পাওয়ার পর কাউকে কিছু না জানিয়েই ৩ ফেব্রুয়ারি ইয়াশা হোটেল ত্যাগ করেন। এরপর ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ অনেকভাবেই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে জানা যায়, তিনি নিরাপদে ভারতে চলে গেছেন।
Post a Comment