Top News

'তিউনিসিয়ার মতো খাদে পড়তে যাচ্ছে কি বাংলাদেশ'

 


'তিউনিসিয়ার মতো খাদে পড়তে যাচ্ছে কি বাংলাদেশ'

অন্তর্বর্তী সরকারের ছয় মাস পূর্ণ হতে যাওয়ায় এই সময়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে আজ বিভিন্ন গণমাধ্যম গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে।


বণিক বার্তার প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়ার জনগণ ২০১১ সালে স্বৈরশাসক জাইন এল আবিদিন বেন আলিকে গণঅভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করলে দেশটিতে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কাঠামোয় পরিবর্তনের ব্যাপক আকাঙ্ক্ষা তৈরি হয়। তবে সেখানে গঠিত অন্তর্বর্তী সরকার জনতুষ্টি অর্জনেই মনোযোগী ছিল বেশি। তাতে দেশটিতে নতুন করে উসকে দেয় ঘৃণা ও সংঘাতের চর্চাকে। দেখা দেয়, দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতা।


বাংলাদেশে শেখ হাসিনার পতনে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ছয় মাস পেরোলেও এখনো আর্থসামাজিক খাতে জনআকাঙ্ক্ষাগুলো সেভাবে পূরণ হয়নি।


বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটা এবং অর্থনীতি পূর্ণ গতিশীল করে তোলার পরিবর্তে যেকোনো আন্দোলনের মুখে যেকোনো দাবিকে দ্রুত মেনে নেয়াসহ নানা ধরনের অকার্যকর ও অগুরুত্বপূর্ণ পদক্ষেপে সময় নষ্ট হচ্ছে বেশি।


যদিও একই সময়ে জনজীবনে নাভিশ্বাস তুলে দিচ্ছে মূল্যস্ফীতি। মূলধনের প্রবাহ কমে গিয়ে শ্লথ হয়ে পড়েছে বেসরকারি খাতের প্রবৃদ্ধি। আসছে না দেশি-বিদেশি নতুন বিনিয়োগ। বাড়ছে দারিদ্র্য ও কর্মহীনতা।


এমন পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশেও তিউনিসিয়ার মতো আত্মঘাতী জনতুষ্টিবাদ বড় ধরনের অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।খবরে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য ঘিরে ক্ষোভে ধানমন্ডি ৩২ নম্বরসহ দেশের বিভিন্ন জেলায় তিন দিন ধরে বিভিন্ন স্থাপনা ও বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা ও ভীতির সঞ্চার হয়েছে।


উদ্ভূত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দুই দিনে তিনটি বিবৃতি দিতে হয়েছে। উপদেষ্টা মাহফুজ আলমও জনগণকে শান্ত হওয়ার জন্য এবং সরকারকে কাজ করতে দিতে আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। তবে ঘটনা পুরোপুরি থামানো যায়নি।


এ ধরনের ঘটনা প্রতিরোধে 'সরকারের বিবৃতিনির্ভর নির্লিপ্ততায়' ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।


দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি বিএনপিও পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। দলটি এক বিবৃতিতে বলেছে, সরকার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে-বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।


ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে দিয়েছেন দেশের ২৬ বিশিষ্ট নাগরিক।


এ ধরনের হামলা, ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনও। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক বিবৃতিতে বলেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয়।প্রতিবেদনে বলা হয়েছে, দাবি-দাওয়া নিয়ে সড়কে নামা লোকজনকে সরাতে বলপ্রয়োগ না করার যে প্রতিশ্রুতি ডিএমপির তরফ থেকে এসেছিল তা এক সপ্তাহের বেশি রাখতে পারল না পুলিশ।


গতকাল শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শিক্ষক প্রার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ব্যবহার করে। পুলিশের বাধা ডিঙিয়ে তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তখন পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ড হয়। পরে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।


গত বৃহস্পতিবার এক রায়ে এই চাকরিপ্রত্যাশীদের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫শ' ৩১ জনের নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে সেদিন নির্দেশ দেয় হাইকোর্ট।এতে বলা হয়েছে, তেল পরিবহনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বহরে থাকা ১৭৭ জাহাজের মধ্যে ১১৮টিই আওয়ামী লীগের মন্ত্রী, নেতা ও আমলাদের মালিকানাধীন। আওয়ামী লীগ আমলে টেন্ডার ছাড়াই বিপিসির বহরে জাহাজ ঢোকান তারা।


এক্ষেত্রে ত্রুটিহীন জাপানি জাহাজগুলো সরিয়ে দেয়া হয়। 'বয়স হয়েছে' উল্লেখ করে ৭০টি জাপানি জাহাজ জ্বালানি পরিবহনের বহর থেকে বাদ দেয়া হয়। অথচ আইনে বয়সের কথা উল্লেখ নেই।


বিপরীতে আওয়ামী লীগ নেতাদের মালিকানায় দেশে তৈরি এসব ঝুঁকিপূর্ণ জাহাজ অন্তর্ভুক্ত করা হয়।


বিপিসি সূত্র জানায়, বছরে ৭০ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। যার মধ্যে ৫০ লাখ টন নদীপথে পরিবহন করা হয়। এর মধ্যে আওয়ামী লীগের মন্ত্রী, নেতা ও আমলাদের জাহাজে পরিবহন করা হয় প্রায় ৭০ শতাংশ জ্বালানি তেল।


বাংলাদেশ অয়েল ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি আবুল বশর আবু জানান, বিগত সরকারের ঘনিষ্ঠরা বিনা টেন্ডারে অসংখ্য জাহাজ বিপিসির বহরে যুক্ত করে তারা ফায়দা লুটে নিলে প্রকৃত ব্যবসায়ীদের ক্ষতি হয়।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post